Islamic Reception (ইসলামিক রিসিপশন) is an Islamic channel in Bangla language. Here you can find Bangla waz, Lecture, Documentary, Tutorial and more. Please join our site to keep update yourself.
"যারা দ্বীন কে খন্ডে খন্ডে বিভক্ত করে বহু দলে বিভক্ত হয় (হে নবী) তাদের সাথে আপনার কোন সম্পর্ক নেই।" সূরা আনআম 159
একজন হিন্দু পন্ডিত এর ইসলাম ধর্ম গ্রহন এর ঘটনা ও অন্য ধর্ম গ্রন্থে কিভাবে ইসলামের প্রশংসা করা হয়েছে শুনুন
************************************************************************
অবাক হওয়ার কিছু নেই কারণ আমি ভারতে কমিউনিস্টের প্রতিষ্ঠাতা মুজাফফর আহমেদের কমিউনিস্টদের নিয়েই সুখে আছি এবং গনতন্ত্র নিয়েই শান্তিতে আছি আর আমি আমার বিশ্বাসি বন্ধুদের উপরেই ভরসা করি । কিন্তু যেহেতু জন্মগতভাবে আমি মুসলিম জাতির অন্তর্ভুক্ত তাই এই জাতির বিভেদ ও দলা-দলি দেখে কষ্ট পাই । যদিও আমাদের মানে আমরা যারা নিজেদের বাঙ্গালী পরিচয় দিতে পছন্দ করি তাদের মধ্য বিভেদ নাই বললেই চলে । তবে একজন মুসলিম হিসাবে মুসলিম / ইসলামিক দলের নেতাদের যেটা বলতে চাই সেটা হল, আপনারা শুধু বিতর্ক করতে থাকুন আর বিভেদ সৃষ্টি করতে থাকুন ! কারণ যুগ যুগ ধরে এই বিতর্ক আর দলা দলি চলছে । এর বিপরিতে নতুন কিছু হলে, সেটা আবার কারো কারো মতে বিদআত হতে পারে । আর তখন আবার আরেক দলের জন্ম হবে !! গুটিকয়েক দল নিয়েই যে অবস্থা নতুন দল আসলে অবস্থা আরো খারাপ হতে পারে !! যাইহোক, আমার ভূলে ভরা লেখার সামনের দিকে এগিয়ে যাই । আশা করি ভূল-ত্রূটি মাফ করে দিবেন ।
মতিউর রহমান মাদানি সাহেব, আল্লামা সাঈদি সাহেব এবং মাওলানা তারেক মনোয়ার একসাথে............
অনুগ্রহ করে কেউ এড়িয়ে যাবেন না এই ভেবে যে, আমি জানি বা আমি পড়েছি অথবা এসব দেখে কি হবে ইত্যাদি । আপনাদের অনুরোধ করব দয়া করে আরেকবার শুনুন কারণ একজন মুসলমানের জন্য ঈমান –আক্বীদা খুবই গুরত্বপূর্ণ বিষয় । দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার পূর্বেই কেউ কমেন্ট করবেন না । এই ভিডিও প্রচারের মাধ্যমে ইসলাম প্রচার ছাড়া অন্য কোন উদ্দেশ্য নাই । দয়া করে কেউ ভুল বুঝবেন না । আর সম্পূর্ণ ভিডিও দেখার পর সঠিক মনে হলে অন্যদের কাছে শেয়ার করুন বিশেষ করে যাঁরা ধর্ম প্রচার করতে আগ্রহী । আর কমেন্ট করে আমাদের ভূল-ভ্রান্তি গুলু জানিয়ে দিন । মানুষ মাত্রই ভূল করে ।
গান শুনে, সিনেমা দেখে,ফেসবুকে অথবা আরো কত আজেবাজে কাজে আমরা সময় নষ্ট করি । আজ সহীহ ইসলামের জন্য উনত্রিশ (২৯) মিনিট দিন আশা করি আপনার সময় নষ্ট হবে না ।
প্রথমে আল্লামা সাঈদি সাহেব মাঝে মাওলানা তারেক মনোয়ার এবং শেষে মতিউর রহমান মাদানি সাহেব । কার কি আক্বীদা জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন । আল্লাহ আমাদের আমল করার তাওফিক দিন .........আমিন ।