Sunday

ইসলামি শাসন চাই না মুসলমানদের ঐক্য চাই


অবাক হওয়ার কিছু নেই কারণ আমি ভারতে কমিউনিস্টের প্রতিষ্ঠাতা মুজাফফর আহমেদের কমিউনিস্টদের নিয়েই সুখে আছি এবং গনতন্ত্র নিয়েই শান্তিতে আছি আর আমি আমার বিশ্বাসি বন্ধুদের উপরেই ভরসা করি । কিন্তু যেহেতু জন্মগতভাবে আমি মুসলিম জাতির অন্তর্ভুক্ত তাই এই জাতির বিভেদ ও দলা-দলি দেখে কষ্ট পাই । যদিও আমাদের মানে আমরা যারা নিজেদের বাঙ্গালী পরিচয় দিতে পছন্দ করি তাদের মধ্য বিভেদ নাই বললেই চলে । তবে একজন মুসলিম হিসাবে মুসলিম / ইসলামিক দলের নেতাদের যেটা বলতে চাই সেটা হল, আপনারা শুধু বিতর্ক করতে থাকুন আর বিভেদ সৃষ্টি করতে থাকুন ! কারণ যুগ যুগ ধরে এই বিতর্ক আর দলা দলি চলছে । এর বিপরিতে নতুন কিছু হলে, সেটা আবার কারো কারো মতে বিদআত হতে পারে । আর তখন আবার আরেক দলের জন্ম হবে !! গুটিকয়েক দল নিয়েই যে অবস্থা নতুন দল আসলে অবস্থা আরো খারাপ হতে পারে !! যাইহোক, আমার ভূলে ভরা লেখার সামনের দিকে এগিয়ে যাই । আশা করি ভূল-ত্রূটি মাফ করে দিবেন ।

ইসলামি শাসন চাই না মুসলমানদের ঐক্য চাই Image


পৃথিবীতে যে কয়েকটি ইসলামিক দল আছে, তাঁরা সবাই ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলে কিন্তু বেশিরভাগ ইসলামিক দল-ই ইসলাম কায়েম করার মত মহৎ কাজ করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিপরিতে ছোট-খাট বিষয় নিয়ে বিতর্কে জরিয়ে পরছে আর বিভিন্ন দল, উপদলে বিভক্ত হয়ে যাচ্ছে আর অপরপক্ষে যারা ইসলামের বিরোধিতা করে , তারা নিজেদের মধ্যে মতের অনেক অমিল থাকা সত্ত্বেও সমাজে যেন ইসলাম কায়েম হতে না পারে , সে ব্যাপারে তারা একমত ।আর যাঁরা সমাজে ইসলাম কায়েম করতে চান, তাঁদের ঠেকানোর ব্যাপারে যারা কেবল একালের স্বার্থ-ই চায়, মতবাদের দিক দিয়ে যারা একে অপরের একেবারে বিপরিত তারা শুধু একতাবদ্ধই হয় না বরং কৌশলে দুর্বল মুসলিমদের নিজেদের দলে ভিড়িয়ে নেয় । আর মুসলমানেরা নিজেদের চিন্তা- ভাবনায় একটু তফাৎ হলেই একজন-আরেকজনের বিরুদ্ধে উঠে পরে লেগে যায় । অথচ মহান আল্লাহ বলেছেন " আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো । আর পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেয়ো না ।" আলে ইমরান :১০৩

যাঁরা ইসলামি দল বলে নিজেদের পরিচয় দেয়, তাঁদের বেশিভাগ-ই ইসলাম কায়েম করার পরিবর্তে অপর দলের দোষ খুজে বের করতেই বেশি তৎপর । অথচ তারা সবাই ইসলাম কায়েম করতে চায় ! তাঁরা সবাই বলে আল্লাহ এক তাঁর কোন শরীক নাই এবং হযরত মুহাম্মাদ (সাঃ) আল্লাহর প্রেরিত রসূল । সবাই নামাজের জন্য আহ্ববান করে, সিয়াম পালন করতে বলে, যাকাত আদায় করতে বলে, হজ্জ্বের কথা বলে এবং ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে লড়াই করতে বলে । এই মূল বিষয় গুলো নিয়ে কোন বিতর্ক নাই । তাহলে বিতর্ক কোথাই ?? মূল বিতর্ক এইসব দলের নেতাদের মতবাদে !! একদল বলছে এইভাবে ইসলাম কায়েম করা যাবে না , আরেকদল বলছে ঐভাবে ভাবে করতে হবে । আবার অন্যদল বলছে না তাদের পন্থা সঠিক না । কেউ বলছে রসূল (সাঃ) এইভাবে ইসলাম প্রচার করেন নি । আবার কেউ বলছে এটাই এক মাত্র সঠিক রাস্তা অন্য সবগুলু বিদআত । আর যারা কোন দলের না তাদের কেউ কেউ বলছে উনারা কেউ সঠিক না, আমরাই ঠিক আছি (আসলে তারাও একটি দল) । এখন তাহলে এর ফল কি দারাবে ?? ফল এটাই দারাবে যে, এক সময় দেখা যাবে ইসলামিক দল আছে কিন্তু ইসলাম নাই (শুধু কিতাবে থাকবে ) তখন কি হবে এই দল গুলু ইসলাম না থাকার জন্য একে অপর কে দোষ দিবে , কিন্তু ইসলাম কে কিতাবের বাহিরে আনার জন্য চেষ্টা করবে না । আর আমরা আমজনতা তখন বলব আল্লাহর রসূল (সাঃ) বলেছেন , আমার উম্মত ৭৩ ফেরকায় বিভক্ত হবে আর একদল ছাড়া বাকি সবাই জাহান্নামি ।[আবু দাউদ, মুসনাদে আহমদ, হাকিম] আমরা আরও বলব আমাদের কোন চিন্তা নাই কারণ আমার ঐ একদলের মধ্যে আছি যাঁরা জান্নাতে যাবে । তাহলে শেষ পর্যন্ত ফলাফল যোগফল বা বিয়োগ ফল অথবা গুনফল বা ভাগশেষ যাই-ই হোক, সেটা হবে আরেকটি নতুন বিতর্ক ।
Islamic Photo