অবাক হওয়ার কিছু নেই কারণ আমি ভারতে কমিউনিস্টের প্রতিষ্ঠাতা মুজাফফর আহমেদের কমিউনিস্টদের নিয়েই সুখে আছি এবং গনতন্ত্র নিয়েই শান্তিতে আছি আর আমি আমার বিশ্বাসি বন্ধুদের উপরেই ভরসা করি । কিন্তু যেহেতু জন্মগতভাবে আমি মুসলিম জাতির অন্তর্ভুক্ত তাই এই জাতির বিভেদ ও দলা-দলি দেখে কষ্ট পাই । যদিও আমাদের মানে আমরা যারা নিজেদের বাঙ্গালী পরিচয় দিতে পছন্দ করি তাদের মধ্য বিভেদ নাই বললেই চলে । তবে একজন মুসলিম হিসাবে মুসলিম / ইসলামিক দলের নেতাদের যেটা বলতে চাই সেটা হল, আপনারা শুধু বিতর্ক করতে থাকুন আর বিভেদ সৃষ্টি করতে থাকুন ! কারণ যুগ যুগ ধরে এই বিতর্ক আর দলা দলি চলছে । এর বিপরিতে নতুন কিছু হলে, সেটা আবার কারো কারো মতে বিদআত হতে পারে । আর তখন আবার আরেক দলের জন্ম হবে !! গুটিকয়েক দল নিয়েই যে অবস্থা নতুন দল আসলে অবস্থা আরো খারাপ হতে পারে !! যাইহোক, আমার ভূলে ভরা লেখার সামনের দিকে এগিয়ে যাই । আশা করি ভূল-ত্রূটি মাফ করে দিবেন ।
পৃথিবীতে যে কয়েকটি ইসলামিক দল আছে, তাঁরা সবাই ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলে কিন্তু বেশিরভাগ ইসলামিক দল-ই ইসলাম কায়েম করার মত মহৎ কাজ করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিপরিতে ছোট-খাট বিষয় নিয়ে বিতর্কে জরিয়ে পরছে আর বিভিন্ন দল, উপদলে বিভক্ত হয়ে যাচ্ছে আর অপরপক্ষে যারা ইসলামের বিরোধিতা করে , তারা নিজেদের মধ্যে মতের অনেক অমিল থাকা সত্ত্বেও সমাজে যেন ইসলাম কায়েম হতে না পারে , সে ব্যাপারে তারা একমত ।আর যাঁরা সমাজে ইসলাম কায়েম করতে চান, তাঁদের ঠেকানোর ব্যাপারে যারা কেবল একালের স্বার্থ-ই চায়, মতবাদের দিক দিয়ে যারা একে অপরের একেবারে বিপরিত তারা শুধু একতাবদ্ধই হয় না বরং কৌশলে দুর্বল মুসলিমদের নিজেদের দলে ভিড়িয়ে নেয় । আর মুসলমানেরা নিজেদের চিন্তা- ভাবনায় একটু তফাৎ হলেই একজন-আরেকজনের বিরুদ্ধে উঠে পরে লেগে যায় । অথচ মহান আল্লাহ বলেছেন " আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো । আর পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেয়ো না ।" আলে ইমরান :১০৩
যাঁরা ইসলামি দল বলে নিজেদের পরিচয় দেয়, তাঁদের বেশিভাগ-ই ইসলাম কায়েম করার পরিবর্তে অপর দলের দোষ খুজে বের করতেই বেশি তৎপর । অথচ তারা সবাই ইসলাম কায়েম করতে চায় ! তাঁরা সবাই বলে আল্লাহ এক তাঁর কোন শরীক নাই এবং হযরত মুহাম্মাদ (সাঃ) আল্লাহর প্রেরিত রসূল । সবাই নামাজের জন্য আহ্ববান করে, সিয়াম পালন করতে বলে, যাকাত আদায় করতে বলে, হজ্জ্বের কথা বলে এবং ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে লড়াই করতে বলে । এই মূল বিষয় গুলো নিয়ে কোন বিতর্ক নাই । তাহলে বিতর্ক কোথাই ?? মূল বিতর্ক এইসব দলের নেতাদের মতবাদে !! একদল বলছে এইভাবে ইসলাম কায়েম করা যাবে না , আরেকদল বলছে ঐভাবে ভাবে করতে হবে । আবার অন্যদল বলছে না তাদের পন্থা সঠিক না । কেউ বলছে রসূল (সাঃ) এইভাবে ইসলাম প্রচার করেন নি । আবার কেউ বলছে এটাই এক মাত্র সঠিক রাস্তা অন্য সবগুলু বিদআত । আর যারা কোন দলের না তাদের কেউ কেউ বলছে উনারা কেউ সঠিক না, আমরাই ঠিক আছি (আসলে তারাও একটি দল) । এখন তাহলে এর ফল কি দারাবে ?? ফল এটাই দারাবে যে, এক সময় দেখা যাবে ইসলামিক দল আছে কিন্তু ইসলাম নাই (শুধু কিতাবে থাকবে ) তখন কি হবে এই দল গুলু ইসলাম না থাকার জন্য একে অপর কে দোষ দিবে , কিন্তু ইসলাম কে কিতাবের বাহিরে আনার জন্য চেষ্টা করবে না । আর আমরা আমজনতা তখন বলব আল্লাহর রসূল (সাঃ) বলেছেন , আমার উম্মত ৭৩ ফেরকায় বিভক্ত হবে আর একদল ছাড়া বাকি সবাই জাহান্নামি ।[আবু দাউদ, মুসনাদে আহমদ, হাকিম] আমরা আরও বলব আমাদের কোন চিন্তা নাই কারণ আমার ঐ একদলের মধ্যে আছি যাঁরা জান্নাতে যাবে । তাহলে শেষ পর্যন্ত ফলাফল যোগফল বা বিয়োগ ফল অথবা গুনফল বা ভাগশেষ যাই-ই হোক, সেটা হবে আরেকটি নতুন বিতর্ক ।
